রাজবাড়ীতে অগ্নিকান্ডে জামায়াতের দলীয় কার্যালয়সহ ৪ দোকান পুড়ে ছাই

- আপডেট সময় : 10:18:46 pm, Tuesday, 2 September 2025 20 বার পড়া হয়েছে
রাজবাড়ী কালুখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়সহ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (০১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ের পাশে ফজলু শেখের রাইস মিলের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।অগ্নিকান্ডে মূহূর্তের মধ্যেই পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার রাত ১২ টার পর অগ্নিকান্ডের ঘটনা জানাজানি হয়। অগ্নিকান্ডে স্থানীয় ফজলু শেখের ভাড়া দেওয়া একটি রাইস মিলঘর, একটি সেলুন, একটি মুদি দোকান, একটি চায়ের দোকানসহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ব্যবসায়ীদের লক্ষাধিক টাকা ক্ষতি হয়ছে বলে দাবি তাদের।
ব্যবসায়ীরা আরও বলেন, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে কালুখালী উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা ৩০ মিনিটের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
কালুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আ. রব বলেন, অগ্নিকান্ডে আমাদের ইউনিয়নের দলীয় কার্যালয় পুড়ে গেছে। আমাদের প্রায় ৫০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে একটি স্বাভাবিক অগ্নিকান্ড।
কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, অগ্নিকান্ডের সংবাদের পর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছায়। ৩০ মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় আমাদের সদস্যরা। আগ্নিকান্ডের সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি।