কাবিন ছাড়াই প্রবাসী প্রেমিকের বাড়িতে প্রেমিকা

- আপডেট সময় : 12:21:05 am, Sunday, 7 September 2025 24 বার পড়া হয়েছে
অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহ-মিরপুর গ্রামে কাবিন ছাড়াই অবৈধভাবে সংসার করাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, মাগুরার শালিখা উপজেলার তালখড়ি গ্রামের প্রবাসী ইব্রাহিম পাটোয়ারীর স্ত্রী মনিরা খাতুন কয়েক মাস আগে থেকে প্রবাসী প্রেমিক সবুজ জোয়াদ্দারের বাড়িতে ‘স্ত্রী’ পরিচয়ে বসবাস শুরু করেন। অথচ সে সময় সবুজ বিদেশে ছিলেন। মনিরার আগের সংসারে চার বছরের একটি সন্তান রয়েছে। অভিযোগ উঠেছে, বিদেশে থাকা স্বামীর অনুপস্থিতির সুযোগে ব্যাক ডেটের কাগজপত্র ব্যবহার করে তিনি তালাকের ব্যবস্থা করেন এবং সবুজের অনুপস্থিতিতেই গাজীপুর আদালতের নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ের হলফনামা তৈরি করেন। গত ১ সেপ্টেম্বর সবুজ দেশে ফেরার পর দুজনের মধ্যে স্থানীয় এক হুজুরের মাধ্যমে আবার বিয়ে সম্পন্ন হয় বলে জানা যায়। তবে কাবিননামা এখনো হয়নি। মনিরা জানান, তিনি বৈধভাবে তালাক দিয়ে কোর্টের মাধ্যমে সবুজকে বিয়ে করেছেন। অন্যদিকে স্থানীয়রা অভিযোগ করছেন, কাবিন ছাড়াই তারা অবৈধভাবে সংসার করছেন এবং এতে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে। সবুজ এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে বিরক্ত হয়ে বলেন, “আমি নাবালিকা নিয়ে সংসার করছি না। মামলা-কোর্ট যা হয় দেখব।” সবুজের বাবা আবুল জোয়াদ্দারও জানান, ছেলে দেশে ফেরার পর গ্রামের মোল্লা দিয়ে তাদের আবার বিয়ে করানো হয়েছে, তবে কাবিননামা হয়নি। আইন বিশেষজ্ঞরা বলছেন, তালাক বৈধ হতে ইউনিয়ন পরিষদে নোটিশ প্রদান ও ইদ্দতকাল পূর্ণ হওয়া জরুরি। আর নোটারী পাবলিক কোনোভাবেই কাবিনের বিকল্প নয়। ফলে এ বিয়ে আইনি জটিলতায় রয়েছে।