কাউনিয়া শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোফাজ্জল হোসেন কে সংবর্ধনা

- আপডেট সময় : 03:24:51 pm, Sunday, 14 September 2025 25 বার পড়া হয়েছে
শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত বৃহস্পতিবার এক আবেগঘন পরিবেশে বিশেষ পদন্নোতি জনিত শ্রদ্ধার্ঘ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । সম্প্রতি পদোন্নতি প্রাপ্ত সহকারী শিক্ষক (গণিত) মো: মোফাজ্জল হোসেন কে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: বজলুর রহমান এর সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক মি. রঙ্গদ চন্দ্র বর্মন স্বাগত বক্তব্য রাখেন। পদন্নোতি শিক্ষকের অবদানের কথা স্মরণ করে বলেন, “তিনি শুধু একজন শিক্ষকই নন, ছিলেন শিক্ষার্থীদের একজন পথপ্রদর্শক। তার নিরলস পরিশ্রম ও আন্তরিকতার জন্য আমরা চিরঋণী।” পরে শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে সহকর্মীরা ও শিক্ষার্থীরা আবেগঘন বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আবু তাহের আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার দিল আফরোজ, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ। উক্ত শিক্ষককে সম্মাননা স্বরূপ ক্রেস্ট, উপহার ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পদন্নোতি প্রাপ্ত শিক্ষক জনাব মোফাজ্জল হোসেন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমি এই প্রতিষ্ঠানকে দ্বিতীয় পরিবার মনে করি। আজকের এই ভালোবাসা আমার জীবনের সেরা প্রাপ্তি। আমি সকলের জন্য দো’আ ও শুভকামনা জানাই।” সবশেষে দো’আ করে আলোচনা শেষ হয়।