জেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হলে, উপজেলা সভাপতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করবেন , খালেদ সাইফুল্লাহ সোহেল।

- আপডেট সময় : 04:45:17 pm, Thursday, 18 September 2025 25 বার পড়া হয়েছে
আগামী ২০ সেপ্টেম্বর ২০২৫ কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন। উক্ত সম্মেলনকে সামনে রেখে ১৭/০৯/২০২৫ (বুধবার) সকাল সারে ১১টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল। এসময় তিনি বলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে আমি জেলার সাধারণ সম্পাদক পদে আমি প্রার্থিতা ঘোষণা করেছি। আপনারা জানেন ৯০এর গণ আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী গণতন্ত্র আদায়ের লড়াইয়ে গত ১৭টি বছর আমার জীবন থেকে উৎসর্গ করেছি। এর মধ্যে ৬৪টি মামলার আসামী হয়ে দীর্ঘদিন কারাগারের অন্ধকারে কাটাতে হয়েছে। এছাড়া বারবার রিমান্ডে নির্যাতন সহ্য করতে হয়েছে। তাই দলের একজন কর্মী হিসেবে আমার শ্রম ও ত্যাগের বিনিময়ে অর্জিত দীর্ঘ অভিজ্ঞতার আলোকে জেলা বিএনপি কে আরো গতিশীল ও কর্মীবান্ধব দল হিসেবে গড়ে তুলতেই আমি জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি।
তিনি আরও বলেন, আমি যদি নির্বাচিত হই তাহলে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে গঠনতন্ত্র মোতাবেক দল পরিচালনা করার অঙ্গীকার করছি। আমি গঠনতন্ত্রের প্রতিটি ধারা ও উপ-ধারা মেনে সংগঠন পরিচালনা করব।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হলে অন্যান্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি বিশ্বাস করি, দলের নেতৃত্ব বিকাশ ও কর্মীদের মূল্যায়নের স্বার্থে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাক্ষরিত ১৫ ধারার বিশেষ এই বিধান প্রনয়ণ করা হয়েছে। এমতাবস্থায় আমি ঘোষণা করছি যে আগামী ২০শে সেপ্টেম্বর ২০২৫ইং জেলা বিএনপির কাউন্সিলে আমি যদি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হই তাহলে ১৫ ধারার বিশেষ এই বিধান অনুযায়ী কিশোরগঞ্জ সদর উপজেলা সভাপতি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করব। এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়াবেন বলেও জানিয়েছেন তিনি। এসময় তার সাথে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।