জলঢাকায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় : 01:41:01 am, Saturday, 27 September 2025 11 বার পড়া হয়েছে
জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩.৩০ টায় জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জলঢাকা উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মোখলেছুর রহমান,
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারীর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-০৩ জলঢাকা আসনের মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। এছাড়াও বক্তব্য রাখেন প্রভাষক সাদের হোসেন মিডিয়াও প্রচার সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নীলফামারী জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান জুয়েল, বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুম। বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন আয়োজন, উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি জলঢাকা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় এসে শেষ হয়।