খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে দোয়া চাইলেন,

- আপডেট সময় : 12:41:05 am, Thursday, 11 September 2025 19 বার পড়া হয়েছে
হাজি আব্দুস সামাদ স্টাফ রিপোর্টার
১১ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ২০২৫ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৮তম কারামুক্তি দিবস উদযাপনের লক্ষ্যে, তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজি মো. আব্দুস সামাদ মুন্সি দেশবাসীর কাছে তার সুস্থতা এবং দীর্ঘায়ুর জন্য দোয়া কামনা করেছেন। আজ (১০ সেপ্টেম্বর)বুধবার তিনি পাঠানো এক পত্রে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনায় দেশের জনগণের কাছে দোয়া চান। হাজি আব্দুস সামাদ মুন্সি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ততকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গ্রেপ্তার করে, যা রাজনৈতিক প্রতিহিংসার একটি উদাহরণ। তিনি আরও জানান যে, এরপর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয় এবং সেই দিনটি বিএনপি কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে। তিনি বলেন, বেগম খালেদাকে এক পৃষ্ঠার কারাগারে এবং দেশের জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা অবস্থায় তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। এর পাশাপাশি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে জেলে সুচিকিৎসা না দেওয়ার জন্য দায়ী। মহান আল্লাহর কৃপায় তিনি বর্তমানে কারামুক্ত হয়েছেন। হাজি মো. আব্দুস সামাদ মুন্সি বলেন,”আমি সাবেক (প্রধানমন্ত্রী) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করছি।