নুরাল পাগলার লাশ কবর থেকে তোলার নির্দেশদাতা গ্রেফতার।

- আপডেট সময় : 12:41:49 am, Thursday, 11 September 2025 24 বার পড়া হয়েছে
রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের লাশ কবর থেকে তোলার নির্দেশ দাতা, আব্দুল লতিফ মোল্লা’কে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব গণমাধ্যম’কে এ তথ্য নিশ্চিত করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় ইতিপূর্বে গ্রেফতার হওয়া আসামি অপু কাজীর দেওয়া তথ্যের ভিত্তিতে লতিফ মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। লতিফ মোল্লা আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে নির্দেশ দাতা হিসেবে এই লতিফ হুজুরের কথা স্বীকার করেছেন। অপু কাজী জানান, এই লতিফ মোল্লার নির্দেশেই কবর থেকে নুরাল পাগলের লাশ উত্তোলন করা হয়েছিল। পুলিশ অভিযান চালিয়ে মানিকগঞ্জ থেকে তাকে গ্রেফতার করেছে। নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা, অগ্নিসংযোগ, চুরি, জখম, হত্যা ও কবর থেকে মরদেহ উত্তোলন করে পোড়ানো মামলার আসামি এই লতিফ মোল্লা। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, বাঁকী আসামীদের পরিচয় শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুল লতিফ মোল্লা, মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ঠাকুরকান্দির মাওলানা বাহাউদ্দিনের ছেলে বলে জানা গেছে। এছাড়া এই মামলায় অভি মন্ডল রঞ্জু (২৯) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি গোয়ালন্দের আলম চৌধুরী পাড়ার বিল্লাল মন্ডলের ছেলে। এদিকে সোমবার দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানায় নুরাল পাগলার ভক্ত নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা সাড়ে ৩ থেকে ৪ হাজার জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন।